রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নলডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে দেড় কেজি গাঁজাসহ আটক ২

নলডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে দেড় কেজি গাঁজাসহ আটক ২


নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গায় দেড় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮মে ) সন্ধ্যায় উপজেলার ঠাকুর লক্ষ্মীকোল উত্তর পাড়া থেকে আটক করা হয় তাদের। আটককৃতরা হলেন ওই গ্রামের মৃত হযরত আলীর ছেলে আঃ কুদ্দুস (৫০) ও মৃত জলিল প্রাঃ এর ছেলে চাঁন মিয়া (৫০)।

পুলিশ সূত্রে জানা যায়, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম এর নেতৃত্বে এস আই মোশাররফ হোসেন, এএসআই  মেহেদুল করিম,  এএসআই মুক্তার হোসেন, কনস্টেবল আতিকুর রহমান, কনস্টেবল মিন্টু আলী খান, কনস্টেবল সজল রব্বানী, কনস্টেবল প্রসেনজিতসহ পুলিশের একটি দল মাদক ব্যবসায়ী চাঁন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ ওই মাদকব্যবসায়ীদের আটক করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই মাদক ব্যবসায়ীদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …