রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নলডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে ৪ জন আটক

নলডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে ৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা সেবনকালে ৪ জনকে আটক করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। শুক্রবার (২২ এপ্রিল) সকালে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে৷ এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ব্রহ্মপুর হাজিপাড়া মাঠ থেকে মাদক সেবন করার সময় আটক করা হয় তাদের। আটককৃতদের মধ্যে ৩জন চেউখালি গ্রামের দুলালের ছেলে শরীফ‌ (২০), আজিজুল ইসলামের ছেলে আকাশ (১৯ ), আব্দুল বাছেদের ছেলে‌ নাসিম উদ্দিন (১৯ ) এবং সরকার পাড়া গ্রামের মোজাহার আলীরছেলে শাকিল (২০)।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা করা হয় তাদের। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …