মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / নলডাঙ্গায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

নলডাঙ্গায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক,  নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গায় মাদকবিরোধী এক দিনের ফুটবল টুর্নামেন্ট -২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৭ আগস্ট) উপজেলার ব্রহ্মপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে স্থানীয় ইউপি সদস্য শাহ আলম এর সভাপতিত্বে টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার সুখময় সরকার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আশরাফুজ্জামান মিঠু। 

“জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দুরে থাকুন ” প্রতিপাদ্যে টুর্নামেন্টটি পরিচালনা করেন আব্দুল্লা আল বাকী সুমন, সিয়াম নিশাত ও অন্তর তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ। একদিনের নক আউট পদ্ধতিতে এ খেলায় বন্ধু একাদশ ভবনীগন্জ ১-০ গোলে চাম্পিয়ন হয় এবং রার্নাস আপ হয় জগদীসপুর বাঙ্গালখলসি।বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার।এছাড়া খেলাটির ধারাভাষ্যে ছিলেন লুৎফর রহমান ও শফিকুল ইসলাম। 

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …