সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় বেগম রোকেয়া দিবস উদযাপন

নলডাঙ্গায় বেগম রোকেয়া দিবস উদযাপন

বিশেষ প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সম্বর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার(৯ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মনোয়ার বেগম(৪০), সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য আঁকলিমা (৪০) বেগম। সফল জননী নারী খোদেজা বেগম( ৩৮), নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন গড়া শিল্পী খাতুন (৩৫), শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য সাবিনা ইয়াসমিনকে জীবন যুদ্ধে জয়ী হয়ার সন্মাননা হিসাবে জয়িতা সম্বর্ধনা প্রদান করা হয়। এবং নারী জাগরণের জন্য ১৭ টি সংগঠনকে ৫ লক্ষ্য ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের সদস্য রইস উদ্দিন রুবেল, নলডাঙ্গা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলিম সরদারসহ প্রমূখ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …