নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গাঃ
“আমাদের কর্ম আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যেই হবে আকাঙ্ক্ষিত ক্ষুধামুক্ত পৃথিবী” প্রতিপাদ্য নিয়ে নলডাঙ্গায় বিশ্ব খাদ্য দিবস ২০১৯ পালিত হয়েছে। বুধবার সকালে এই উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো সেখানেই ফিরে আসি। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসার আমিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার সাকিব আল রাব্বি, উপজেলা ভাইস চেয়ারম্যান শিরিন আখতার প্রমুখ।
