নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় বিদ্যুৎপৃষ্ঠে এক যুবক নিহত

নলডাঙ্গায় বিদ্যুৎপৃষ্ঠে এক যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:

নাটোরের নলডাঙ্গায় বিদ্যুৎপৃষ্ঠে হাবিবুর রহমান (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। আজ ১ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার দিয়ার কাজিপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান একই গ্রামের মৃত কায়েম উদ্দিন এর ছেলে।

হাবিবুরের পারিবারিক এবং এলাকাবাসীর সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে নয়টার দিকে হাবিবুর নিজ বাড়িতে সাবমারসিবল মটরের বৈদ্যুতিক লাইনের কাজ করছিলেন। এ সময় হঠাৎ অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাবিবুরকে মৃত ঘোষণা করেন।

ঈদের পরদিন এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও দেখুন

নাটোরে ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনার স্বাস্থ্য কেন্দ্রে সেবা

মিলেছে নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ঈদের ছুটিতেও নাটোরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন মা ও শিশু কল্যাণ সেবাকেন্দ্রগুলোতে …