রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নলডাঙ্গায় বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

নলডাঙ্গায় বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গা পৌরসভায় বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় নলডাঙ্গা থানা পুলিশের আয়োজনে বুড়িরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নলডাঙ্গা পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান ফকির মুক্তার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আকবর আলী, সেকেন্ড অফিসার মোহাম্মদ ফরিদ উদ্দিন, কাউন্সিলর জামাল হোসেন, সঞ্জয় ভট্টাচার্য, ডলি বেগম প্রমুখ।

নলডাঙ্গা থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, পুলিশ জনগণের বন্ধু ও সেবক। আপনাদের যে কোন সমস্যা হলে পুলিশের কাছে আসুন আমরা সর্বাত্মকভাবে আপনাদের সহযোগিতা করব। আপনাদের যে কোন বিপদে আপদে নলডাঙ্গা থানা পুলিশ সর্বদা আপনাদের পাশে থাকবে। নলডাঙ্গা থানা এলাকা থেকে মাদক ও সন্ত্রাস দূর করণে আমরা বদ্ধপরিকর। পুলিশের সেবা ও সহযোগিতা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়া হবে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …