রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নলডাঙ্গায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও

নলডাঙ্গায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও

বিশেষ প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গা উপজেলার নিবার্হী অফিসার আব্দুল্লাহ আল মামুনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ হয়েছে। আজ শুক্রবার দুপুরে নলডাঙ্গা উপজেলার ৪ নং পিপরুল ইউনিয়নের বিলযোয়ানি গ্রামে অভিযান চালিয়ে বাল্যবিবাহ বন্ধ করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার। ইউএনও জানান, দুপুরে বাল্যবিবাহ হচ্ছে এমন খবর পেয়ে সেখানে যায়। পিপরুল ইউনিয়নের বিলযোয়ানি গ্রামের নাছির উদ্দিন তার মেয়ের বিয়ের বয়স না হওয়া সত্বেও বিয়ের প্রস্তুতি নিচ্ছিল। পরিবারের অন্য সদস্যদের অমতে এই বিয়ে দেওয়া হচ্ছে এমন কথাও শোনা যায়। ঘটনাস্থলে পৌঁছে বাল্যবিবাহ বন্ধ করে মেয়ের বাবাকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়। এবং মেয়ের আঠারো বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে কথা দেন মেয়ের বাবা। উপজেলায় অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বাল্যবিবাহ যাতে না হয় সেজন্য গণমান্য ব্যক্তিদের উদ্যোগ নেবার আহ্বান জানান ইউএনও মামুন।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …