নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন

নলডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গায় বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রথমে মঙ্গল শোভাযাত্রা র‍্যালি ও পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহি কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি কর্মচারী, কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় উদ্‌যাপিত হয় বাংলা নববর্ষ।নববর্ষের নতুন ভোরের নতুন আলোয় আলোকিত ও উদ্ভাসিত হোক সবার জীবন। এছাড়াও ধর্ম বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলা গড়া ও বাংলার ঐতিহ্য ধরে রেখে সামনে এগিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। 

আরও দেখুন

নাটোরে ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনার স্বাস্থ্য কেন্দ্রে সেবা

মিলেছে নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ঈদের ছুটিতেও নাটোরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন মা ও শিশু কল্যাণ সেবাকেন্দ্রগুলোতে …