নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গায় বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রথমে মঙ্গল শোভাযাত্রা র্যালি ও পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি কর্মচারী, কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় উদ্যাপিত হয় বাংলা নববর্ষ।নববর্ষের নতুন ভোরের নতুন আলোয় আলোকিত ও উদ্ভাসিত হোক সবার জীবন। এছাড়াও ধর্ম বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলা গড়া ও বাংলার ঐতিহ্য ধরে রেখে সামনে এগিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
আরও দেখুন
লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …