বিশেষ প্রতিবেদক:
নলডাঙ্গা উপজেলা বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের মির্জাপুর বাজার থেকে হলুদঘর সুইজগেট পর্যন্ত ১০ কিলোমিটার দীর্ঘ জুবলি খাল সংস্কার কাজ শুরু হয়েছে আজ থেকে। বরেন্দ্র প্রকল্পের এই কাজে ব্যয় ধরা হয়েছে পাঁচ কোটি টাকা।
আজ সকালে খাল খনন ও সংস্কার কাজের উদ্ধোবধনের সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ নাটোরের নির্বাহী প্রকৌশলী এহসানুল করিম, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ নাটোরের সহকারী প্রকৌশলী আব্দুল মতিন, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দীন প্রাং সহ ঠিকাদারী প্রতিষ্ঠানের ঠিকাদার বৃন্দ।
এ ব্যাপারে নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, এই জুবলি খাল সংস্কার কাজ আজ শুরু হলো। এই কাজটি সুষ্ঠভাবে সম্পন্ন হবে এবং এর সুফল ভোগ করবে আমাদের কৃষকগণ। কৃষি ক্ষেত্রে বড় ভূমিকা পালন করা জুবিলি খাল সংস্কার হলে জলাবদ্ধতা থেকেও রেহাই মিলবে।
প্রকল্পটির মেয়াদ শেষ হবে আগামী বছর জুন মাসে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …