রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জনদুর্ভোগ / নলডাঙ্গায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও সহায়তা দিলেন ইউএনও

নলডাঙ্গায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও সহায়তা দিলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও সহায়তা দিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার সকালে তিনি বন্যা কবলিত মাধনগর এবং পিপরুল ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরে বিকেল তিনটার দিকে তিনি ওই সকল এলাকায় গিয়ে বন্যা কবলিত মানুষদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন। উল্লেখ্য হঠাৎ করেই নদীর পানি বৃদ্ধি হয়ে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নলডাঙ্গার মাধনগর ও পিপরুল ইউনিয়নের বেশ কিছু এলাকা প্লাবিত হয়। বাঁশিলা, তেঘরিয়া, শান্তিপুর, পাটুল এলাকায় পানি বন্দি ২০ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এদিকে জেলা প্রশাসকের পক্ষ থেকে নলডাঙ্গা উপজেলার বন্যার পরিস্থিতি মোকাবেলা করার ৬ মেট্রিকটন চাল ও নগদ ৩০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানান তিনি। প্রয়োজনে আরও বরাদ্দ দেয়া হবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে।

আরও দেখুন

পাখি ও বন্যপ্রাণি শিকারের তথ্য দিলেই উপহার! ১১ টি শালিক অবমুক্ত, পাখি রক্ষায় লিফলেট বিতরণ 

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,চলনবিলে পাখি শিকার রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *