নিজস্ব প্রতিবেদক,নলডাঙ্গা:নাটোরের নলডাঙ্গার মাধনগর টেকনিক্যাল অ্যান্ড বি.এম কলেজে ফরম পূরণের বেশি টাকা নেওয়া বন্ধ,কলেজে কোন ছাত্র-ছাত্রীকে পুলিশ বা রাজনৈতিক কোন ক্ষমতা বা দাপট বন্ধ,কলেজে নেতাদের সুপারিশ বা আধিপত্য বন্ধসহ ১২ দফা দাবিতে সকাল ১০টার দিকে বিক্ষোভ করেছে, মাধনগর টেকনিক্যাল অ্যান্ড বি.এম কলেজের শিক্ষার্থীরা।আন্দোলনের পরিপ্রেক্ষিতে বেলা সাড়ে ১২টার দিকে কলেজের অধ্যক্ষ নয়ন চন্দ্র প্রামানিক ফর্ম ফিলাপের অতিরিক্ত টাকা ফেরতসহ ১২ দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন৷
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ,কলেজের অধ্যক্ষ আমাদের কাছ থেকে ফর্ম ফিলাপের অতিরিক্ত আদায় করছে। এর পর থেকে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে সাধারন শিক্ষার্থীরা এবং ১২ দাবি উত্থাপন করা হয়। অতিরিক্ত টাকা ফেরতসহ দাবিগুলো না মানলে পরবর্তীতে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী,জসিম শাহ্ ও আল আমিন জানান,আমাদের সকলের দাবিগুলো গন সাক্ষরসহ লিখিত ভাবে প্রদান করা হয়েছে এবং অধ্যক্ষ দাবিগুলো মেনে নিবেন বলে জানিয়েছেন। মাধনগর টেকনিক্যাল অ্যান্ড বি.এম কলেজে অধ্যক্ষ নয়ন চন্দ্র প্রামানিক বলেন, শিক্ষার্থী-শিক্ষকসহ সকলের সাথে আলোচনা করে, তাদের দাবি মেনে নেওয়া হয়েছে এবং তা দ্রুত বাস্তবায়ন করা হবে।