সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর পেলেন  ২০০ জন গৃহহীন পরিবার

নলডাঙ্গায় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর পেলেন  ২০০ জন গৃহহীন পরিবার

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের নলডাঙ্গায় চতুর্থ ধাপে ২০০জন গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর পেলেন। বুধবার সকালে উপজেলা পরিষদ সন্মেলন কহ্মে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘরের চাবি ও দলিলপত্র তুলে দেওয়ার উদ্বোধন করেন প্রধানমন্ত্রি শেখ হাসিনা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার উপকারভোগিদের মাঝে এসব ঘরের চাবি ও দলিলপত্র তুলে দেন।
এসময় উপজেলা নির্বাহি কর্মকর্তা জানান চতুর্থ ধাপের আরো ১০৮ টি ঘরের কাজ চলমান। ঘর নির্মান শেষে উপকার ভোগীদের মাঝে এসব ঘর তুলে দেওয়া হবে। এছাড়াও তিনি জানান প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে মোট ১৭৭টি ঘরে হস্তান্তর করা হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস শুকুর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান শীরিন আক্তার ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আশরাফুজ্জামান মিঠুসহ অনেকে। 

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …