নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
আসন্ন পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে করোনার সংকটে গরীব অসহায় মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নিজ অর্থায়নে খাদ্যসামগ্রি বিতরণ করেছেন নাটোর-নওঁগা সংরক্ষিত আসনের সাংসদ রত্না আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী সাধারণ সম্পাদক বিউটি আহমেদ সহ স্থানীয় আওয়ামী লীগের ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আজ সকালে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ নাটোর জেলা শাখার আয়োজনে নলডাঙ্গা উপজেলার পাটুল পশ্চিম পাড়ার অর্ধশত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর এ উপহার সাসগ্রী তুলে দেয়া হয়। উপহার সামগ্রী হিসেবে পোলাও চাল ২কেজি, চিনি ০.৫কেজি, সেমাই ১প্যাকেট, দুধ ০.৫কেজি, সাবান ১টি, ভাতের চাল ৪কেজি, মশুর ডাল ০.৫কেজি এবং সয়াবিন তেল ০.৫ কেজি দেয়া হয়।
উপহার সামগ্রী বিতরণকালে সাংসদ রত্না আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা সংকটের প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও সারাদেশে সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে। কর্মহীন মানুষের পাশে প্রথম থেকে সরকার পাশে দাঁড়িয়েছে। খাদ্য সামগ্রী, সুরক্ষা সামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। করোনাভাইরাসের দুর্যোগ নিরাময় না হওয়া পর্যন্ত মানুষের মাঝে আমাদের ত্রাণ বিতরণ কর্যক্রম অব্যাহত থাকবে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …