রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় পুলিশ পরিচয়ে যুবদল নেতাকে মাইক্রোবাসে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে ফেলে গেছে হিলমেট বাহিনী

নলডাঙ্গায় পুলিশ পরিচয়ে যুবদল নেতাকে মাইক্রোবাসে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে ফেলে গেছে হিলমেট বাহিনী

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের নলডাঙ্গায় পুলিশ পরিচয়ে সজিব নামের এক যুবদল নেতাকে চায়ের ষ্টল থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে হাতুড়ী দিয়ে থিতলে জখম করে ফেলে গেছে হেলমেট বাহিনী।গত রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার নীলডাঙ্গা এলাকায় ফেলে গেলে স্থানীয়রা গরুতর আহত অবস্থায় উদ্ধার করে যুবদল নেতাকে প্রথমে নলডাঙ্গা স্থানীয় এক বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে  সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।আহত সজিব হোসেন (৩২), রামশাকাজির হাজিপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে ও বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ওর্য়াড যুবদলের সাংগঠনিক সম্পাদক।

নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,রোববার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ওর্য়াড যুবদল সাংগঠনিক সম্পাদক সজিব হোসেন বাড়ির পাশে রামশাকাজিপুর ডাঃ নাছির উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের সামনের চায়ের স্টলে কেরামবোর্ড খেলছিল।এসময় সাদা রংয়ের মাইক্রোবাস এসে পুলিশ পরিচয়ে হেলমেট পরিহিত চার পাঁচজন লোক যুবদল নেতা সজিব কে মাইক্রোবাসে তুলে হাতুড়ি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন অংশ থেতলে জখম করে আধা কিলোমিটার দুরে নীলডাঙ্গা এলাকায় ফেলে যায় হেলবাহিনী। 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে।কে বা কাহারা সজীব নামের একজন কে পিটিয়ে ফেলে গেছে।তদন্ত করে দেখা হচ্ছে। আহত আবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নলডাঙ্গা স্থানীয় এক বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।এ ঘটনায় এখন পযন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …