নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় পানিতে ডুবে আলী হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় দিকে উপজেলার পশ্চিম মাধনগর গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শিশু ঐ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বাবা মা কাজে ব্যস্ত থাকেন। এসময় শিশু আলী হোসেন বাড়ির পাশে পুকুরের ধারে খেলা করছিল। কাজ শেষে শিশুটির মা সন্তানকে খোঁজাখুঁজি শুরু করে। এসময় শিশুটির মা বাড়ির পাশের জলাশয়ে সন্তানকে ভেসে উঠে থাকা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। পরে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে পানি থেকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …