রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / নলডাঙ্গায় নানা আয়োজনে মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধন

নলডাঙ্গায় নানা আয়োজনে মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গাঃ
নানা আয়োজনে নাটোরের নলডাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষকী ও মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী জাতীয়ভাবে উদ্বোধনের সাথে সাথে বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে উপজেলা প্রশাসনের আয়োজনে ‍মুজিববর্ষের ক্ষণগণনার যন্ত্র ( countdown) পর্দা উম্মোচন করা হয়।

উপজেলা নির্বাহী আফিসার সাকিব-আল-রাব্বি সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে সকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি রইস উদ্দিন রুবেল, সাধারন সম্পাদক তৌহিদুর রহমান লিটন, পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস ও সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

নলডাঙ্গা থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের নলডাঙ্গা থেকে আনারুল ইসলাম (২৯) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *