মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / নলডাঙ্গায় নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন 

নলডাঙ্গায় নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরর নলডাঙ্গায় নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার মাধনগর ছামসুল ইসলাম (এস আই) উচ্চ বিদ্যালয়ের ২ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। 

১কোটি ১ লহ্ম ৮ হাজার ৫৭৮ টাকা ব্যয়ে ৮ কহ্ম বিশিষ্ট ২ তলা ভবনটি নির্মাণ করা হয়। জেলা শিক্ষা শিক্ষাপ্রকৌশল অধিদফতরের আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান  মেসার্স খন্দকার কনস্ট্রাকশন এই ভবনটি নির্মাণ কাজ করেন। পরে বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক দীলিপ বড়ুয়া, জেলা যুবলীগের সভাপতি বশিউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর, মাধনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জব্বার মৃধা, খাজুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহরাব হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …