নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গার পিপরুলের শ্যামনগরে একটি দোকানে বুধবার দিবাগত রাতে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকানের দরজা ভেঙে নগদ টাকাসহ বিভিন্ন পণ্য চুরি করে নিয়ে গেছে বলে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দাবি করেন। চুরি হওয়া ওই দোকানের মালিক আব্দুল রাজ্জাক (৩৮), সে বাঁশভাগের শাহাদৎ সরদারের ছেলে।
আব্দুল রাজ্জাক জানান, প্রতিদিনের মত দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। বুধবার সকালে আমার ছেলে এসে দেখে দোকানের দরজা ভাঙা। চোরেরা দোকানে থাকা নগদ কিছু টাকাসহ প্রায় সবকিছু চুরি করে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দাবি করেন, তার ৫০-৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চোরের আতষ্ক বিরাজ করছে।
বাজার কমিটির সভাপতি সাইফুল ইসলাম বলেন, এটি একটি কনফেকশনারী আইটেমের দোকান। নাইট গার্ড সম্ভবত ঘুমিয়ে ছিল। ঘটনাস্থলটি আমি পরির্দশন করেছি এবং প্রসাশনকে অবগত করা হয়েছে।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা ঘটনার সত্যতা শিকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …