নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় দেখা মিললো দলছুট হনুমান হঠাৎ করেই কিছুদিন যাবৎ গ্রামের বিভিন্ন জায়গায় দেখা মিলছে দলছুট হনুমানের। আর তা দেখতেই ভির করছে উৎসুক জনতা। মানুষের ভির আর কৌতুহল অস্থির করে তুলছে হনুমানটিকে। যার কারণে হনুমানটি ছুটে চলছে এক ডাল থেকে অন্য ডালে, এক গাছ থেকে অন্য গাছে। তবে এখন পর্যন্ত হনুমানটি কোনো ফসল বা মানুষের হ্মতি করেনি। এবং সাধারণ মানষকে হনুমানটির কোনো ক্ষতি বা বন্দি না করার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে।
এ বিষয়ে বিবিসিএফ এর দপ্তর সম্পাদক ফজলে রাব্বী জানান, সম্ভবত খাদ্যের অভাবে এই হনুমান লোকালয়ে চলে এসেছে। সকল স্থানেই মানুষ বড় বড় বৃক্ষ নিধন করছে, যার ফলে প্রকৃতির উপরে নির্ভরশীল প্রাণীকুল আজ বিলুপ্তির পথে। এদের রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
আরও দেখুন
রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে ১৫ভরি স্বর্ণের ও
১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,, নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার পথে পথ …