নিজস্ব প্রতিবেদক,নলডাঙ্গা: প্রতিবছরের ন্যায় এবারও নাটোরের নলডাঙ্গার পশ্চিম মাধনগর গ্রামে দু’শ”বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। চড়ক পূজা ও দুইদিনের এই গ্রামীণ মেলায় ছিল মানুষের উপচে পড়া ভিড়। বৈশাখ মাসের ৩১ই বৈশাখ শিবপূজা উপলক্ষে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের পচাকান্দর মাঠে চড়ক পূজা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল থেকে হাজড়া নাচের মাধ্যমে এই মেলা শুরু হয়। বিকেল সাড়ে ৫টার পর থেকে চড়ক পূজা, চড়ক ঘুড়ানো ও মেলায় সনাতন ধর্মের লোক ছাড়াও হাজার হাজার মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে ও সন্ন্যাসীদের পিঠ ফুটিয়ে চড়কে ঘোরানো হয়। পুজা কমিটির সভাপতি তপন কুমার শিং জানান, প্রায় দুশত বছর ধরে এটি চলে আসছে। বৈশাখ মাসের ৩১ তারিখের দিনে এই মেলা হয়। এই মেলায় চড়ক পূজা,কালী পূজা,শিবপূজা করা হয়। অনেক পুরাতন রীতি এটি। আমাদের গ্রামের ঐতিহ্যবাহী এই মেলা। চড়ক ঘুরানো ও চড়ক মেলা দেখতে দুই-তিন আগে থেকেই দূর-দূরান্ত থেকে লোকজনের আগমন ঘটে। মেলাকে ঘিরে নানা রকমের দোকান বসে এই মেলায়।
আরও দেখুন
সিংড়ায় পাবলিক টয়লেট সংস্কার করলেন ইউএনও
নিজস্ব প্রতিবেদক সিংড়া…………নাটোরের সিংড়ায় যাত্রী ও জনসাধারণের সুবিধার্থে পাবলিক টয়লেট সংস্কার করলেন ইউএনও মাজহারুল ইসলাম। …