সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / নলডাঙ্গায় দুর্ধর্ষ ডাকাতি : কোটি টাকার মালামাল লুট

নলডাঙ্গায় দুর্ধর্ষ ডাকাতি : কোটি টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গাঃ
নাটোরের নলডাঙ্গায় নৈশপ্রহরীকে বেঁধে রেখে চারটি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আনুমানিক দুইটার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। এতে চারটি দোকানের ১ কোটি টাকার ওপরে মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, ‘গত রাত দুইটার দিকে নলডাঙ্গা বাজারের চারটি দোকানে ডাকাতি সংঘটিত হয়। এ সময় ডাকাতরা চারজন নৈশপ্রহরীকে পিঠমোড়া দিয়ে বেঁধে মুখে স্কচটেপ লাগিয়ে ডাকাতি করে। এ সময় ডাকাতরা ঐ সকল দোকানের সিসিটিভি হার্ডডিস্ক খুলে নিয়ে যায় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। রাত দুইটা পর্যন্ত নলডাঙ্গা বাজার এলাকায় পুলিশ টহল ছিল। ভ্রাম্যমাণ পুলিশ টহল বাজার এলাকা থেকে অন্যদিকে চলে যাওয়ার পরপরই এই ঘটনা ঘটে থাকতে পারে। আমরা অন্যান্য দোকানের সিসি টিভির ফুটেজ পরীক্ষা করে দেখছি আশেপাশের থানা গুলোতেও তথ্য পাঠানো হয়েছে সহযোগিতার জন্য।’

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …