নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা
নাটোরে নলডঙ্গায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিকারে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে হাপানিয়া নিয়া মসজিদ প্রাঙ্গনে অধ্যক্ষ আবু নওশাদ নোমানী সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নলডাঙ্গা উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান ড. মো: জিয়াউল হক জিয়া।
এসময় আরো বক্তব্য রাখেন শিক্ষক আশরাফুল ইসলাম,ইমাম মো মোকলেছুর রহমান প্রমুখ। এসময় বক্তরা বলেন ডেঙ্গু প্রতিরোধে ইমাম সাহেবদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি বেশি বেশি দোয়া ও ইস্তিগফারের জন্য আহবান করেন।
