রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত

নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত

নিজস্ব প্রতিবেদক,নলডাঙ্গা: নাটোরের নলডাঙ্গা উপজেলার কুচিয়ামারা ব্রীজ এলাকায় আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ফরিদা বেগম (৩৫) নামে এক গর্ভবতী নারীর নিহত হয়েছে। শুক্রবার (০৯ অক্টোবর) ২টার দিকে কুচিয়ামারা ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদা বেগম রাজশাহীর বাগমারা উপজেলার কাতিলা গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী ।

নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত মাস্টার উজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ওই নারী ৮ মাসের গর্ভবতী ছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি মানসিক রোগে ভুগছিলেন বলে তার পরিবারের লোকজন জানিয়েছেন। আজ শুক্রবার দুপুরে বীরকুৎসা রেলস্টেশনের দক্ষিণে এবং কুচিয়ামারা ব্রিজের কয়েকশ’ গজ উত্তরে ওই নারী পার্বতীপুরগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনের নিচে আত্মহত্যার উদ্দেশ্যে ঝাঁপ দেন। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তিনি আরো বলেন, বিষয়টি সান্তাহার রেলওয়ে থানাকে জানোনো হয়েছে।

তবে স্থানীয়দের অনেকেই তাকে জানিয়েছন, পারিবারিক কলহের জের ধরেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …