বৃহস্পতিবার , এপ্রিল ১৭ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় ট্রাকসহ এক চোর আটক

নলডাঙ্গায় ট্রাকসহ এক চোর আটক

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের নলডাঙ্গায় একটি দোকান থেকে চুরি যাওয়া এক লক্ষ ৩২ হাজার টাকার মূল্য মানের ৯৩৬ কেজি (পাঁচ ড্রাম) ভোজ্য তেল সহ ট্রাক চালক গোলাম হোসেন (৪১)কে আটক এবং চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। আটকৃত ট্রাক চালক গোলাম হোসেন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আইলপাড়া (উত্তর) এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, আজ ৩ নভেম্বর শুক্রবার রাত একটার দিকে নাটোরের নলডাঙ্গা পৌরসভার স্বচ্ছ জেনারেল স্টোর থেকে চোরেরা পাঁচটি ড্রাম ভর্তি ভোজ্য তেল পিকাআপে তুলে নেয়। এ সময় নৈশপ্রহরীরা চিৎকার চেঁচামেচি করলে টহলরত নলডাঙ্গা থানা পুলিশের একটি দল এগিয়ে আসে। এ সময় চোরেরা দ্রুত সেখান থেকে ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করে।

পুলিশ ট্রাকটির পেছনে ধাওয়া করে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের চক ফুলবাড়ী সাজির মোড় এলাকায় থামাতে সমর্থ হয়। এসময় ট্রাক চালক গোলাম হোসেন (৪১)কে আটক করতে পারলেও অন্য চোরেরা ট্রাক থেকে লাফিয়ে দৌড়ে পালিয়ে যায়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে, পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও দেখুন

নাটোরে হেরোইন সহ এক নারী আটক

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে হিরোইন সহ মোছাঃ সুবর্না আক্তার সোনিয়া (২৮) নামের এক নারী বাস যাত্রীকে আটক …