সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় জাতীয় ইঁদুর নিধন কর্মসূচি পালিত

নলডাঙ্গায় জাতীয় ইঁদুর নিধন কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গাঃ
“আসুন সম্পদ ও ফসল রক্ষায় ইঁদুর নিধন করি” এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে নলডাঙ্গায় জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০১৯ পালিত হয়েছে। বুধবার সকাল দশটার দিকে এই উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো সেখানে ফিরে আসে।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসার আমিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার প্রমুখ।

ফসল রক্ষায় ইঁদুর নিধন কোন বিকল্প নেই। বছরের এই সময়টাতেই ইঁদুরের উপদ্রব বাড়ে এবং কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি করে। তারই নিমিত্তে কৃষকদের সচেতন করতে প্রতিবছর ইঁদুর নিধন দিবস পালন করা হয়ে আসছে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …