নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নে নলডাঙ্গা থানা নাটোর এর আয়োজনে নাটোর জেলা পুলিশ অফিসার ও ফোর্সদের জনবান্ধব পুলিশ হিসাবে গড়ে তোলা এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে আইজিপি মহোদয় কর্তৃক গৃহীত নানা উদ্যোগের বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ মে)বেলা ১১ টায় বাসুদেবপুর রেলওয়ে স্টেশন প্লাটফর্মে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন, নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর মোহসিন এ সময় তিনি তার বক্তব্যে পিতা-মাতাদের তাদের সন্তানদের প্রতি নজর রাখতে ও তাদের কার্যক্রম পর্যবেক্ষণের অনুরোধ করেন এবং সকল ধরনের তথ্য দিয়ে পুলিশদের সহযোগিতা করার আহবান করেন।
উক্ত মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম ফকরুদ্দীন ফুটু, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান লিটন, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সবুর সেলিম, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন প্রমূখ।
আরও দেখুন
তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু
নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …