রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / নলডাঙ্গায় খান বেকারিকে জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর

নলডাঙ্গায় খান বেকারিকে জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ পন্থায় খাদ্য তৈরি ও বিক্রি করার অপরাধে খান বেকারীর ১০ হাজার টাকা জরিমানা করেছে বাজার তদারকি নাটোর জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

বৃস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার নলডাঙ্গা বাজারের ‘খান বেকারীর মালিক কে এ জরিমানা করেন। এ অভিযান পরিচালনা করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল ইসলাম। অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল ইসলাম বলেন, বৃস্পতিবার উপজেলার নলডাঙ্গা বাজারের খান বেকারীর কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির অপরাধে ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …