শুক্রবার , এপ্রিল ১১ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত

নলডাঙ্গায় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গা প্রতিটি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকে কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বাস্তবায়িত হয়েছে। এর এর অংশ হিসেবে নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর কমিউনিটি ক্লিনিকে এর উদ্বোধন করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান বাবু। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মুক্তার হোসেন নিপু, মিঠুন গোবিন্দ সরকার ( সিএইচসিপি), ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল মোল্লাসহ প্রমূখ। পরে এই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনিয়নের প্রতিটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে হাফিজুর রহমান বাবু বলেন, বঙ্গবন্ধু কন্যা, মানবতার মা, জননেত্রী শেখ হাসিনা প্রত্যন্ত গ্রামাঞ্চলের দারিদ্র, অবহেলিতসহ সকল প্রকার মানুষের দোরগোড়ায় এই সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। সেই লক্ষ্যে সারাদেশে প্রায় ১৩ হাজার কমিউনিটি ক্লিনিকে ৫ থেকে ১২ নভেম্বরের মধ্যে গড়ে প্রতিটি ক্লিনিকে ৫০০ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।  

আরও দেখুন

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন দুলু

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বাগাতিপাড়ায় ৫২ বছর বয়সে এবারের চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ইউপি সদস্য …