নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটেরের নলডাঙ্গায় ভেজাল কীটনাশক বিক্রয় করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকতা আব্দুল্লাহ আল মামুন।
আজ মঙ্গলবার বিকালে ভুক্তভোগী কৃষকের অভিযোগের প্রেক্ষিতে অভিযানে নামে ভাম্যমান আদালত। অভিযোগের সত্যতা পাওয়ায় নলডাঙ্গা বাজারের মেসার্স কৃষি সেবা কেন্দ্র নামক দোকানেরর মালিক তৌহিদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় পাশাপাশি সর্তক করে দেয়া হয়।
এব্যাপারে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ম্যাকডোনাল্ড কোম্পানির নামে নকল সানটাপ কীটনাশক বিক্রয় করার অপরাধে মেসার্স কৃষি সেবা কেন্দ্র নামক দোকানেরর মালিক তৌহিদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা ও সর্তক করা হয়। ইউএনও মামুন বিস্ময় প্রকাশ করে আরও বলেন, কীটনাশক এক ধরনের বিষ। একটি চক্র দীর্ঘদিন ধরে এই কীটনাশকেও ভেজাল দিচ্ছে। এর ফলে ফসলের ক্ষতি হচ্ছে। কোনভাবেই এই ধরনের অনিয়ম মেনে নেয়া হবেনা। অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …