রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / নলডাঙ্গায় কড়ি কাইট্রা উদ্ধার ও অবমুক্ত করলেন উপজেলা প্রশাসন

নলডাঙ্গায় কড়ি কাইট্রা উদ্ধার ও অবমুক্ত করলেন উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের বাঁশিলা গ্রামে থেকে দুইটি কড়ি কাইট্রা উদ্ধার ও অবমুক্ত করছে উপজেলা প্রশাসন ও বিবিসিএফ এর একটি টিম।

বুধবার দুপুরে ঐ গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ তানসিল আহম্মেদ(১৮) বাড়ি থেকে কড়ি কাইট্রা গুলো উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত কড়ি কাইট্রা গুলো বারনই নদীতে অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার বলেন, বন্যপ্রাণী আমাদের জাতীয় সম্পদ। এটি সংরক্ষণ করা আমাদের দায়িত্ব।বন্যপ্রাণী ক্রয়-বিক্রয় বা স্বীকার করা দন্ডনীয় অপরাধ। তাই এ বিষয়ে আমাদের সবার সচেতন থাকতে হবে। পরে মোঃ তানসিল আহম্মেদকে নাবুঝে এটি শিকার ও ভবিষ্যতে এমন কাজ করবে না মর্মে মুচলেখা নেওয়া হয়।

আরও দেখুন

বড়াইগ্রামে অবৈধভাবে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার অপরাধে মো.মোখলেস হোসেন নামে একজনকে …