শুক্রবার , এপ্রিল ৪ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / নলডাঙ্গায় কড়ি কাইট্রা উদ্ধার ও অবমুক্ত করলেন উপজেলা প্রশাসন

নলডাঙ্গায় কড়ি কাইট্রা উদ্ধার ও অবমুক্ত করলেন উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের বাঁশিলা গ্রামে থেকে দুইটি কড়ি কাইট্রা উদ্ধার ও অবমুক্ত করছে উপজেলা প্রশাসন ও বিবিসিএফ এর একটি টিম।

বুধবার দুপুরে ঐ গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ তানসিল আহম্মেদ(১৮) বাড়ি থেকে কড়ি কাইট্রা গুলো উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত কড়ি কাইট্রা গুলো বারনই নদীতে অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার বলেন, বন্যপ্রাণী আমাদের জাতীয় সম্পদ। এটি সংরক্ষণ করা আমাদের দায়িত্ব।বন্যপ্রাণী ক্রয়-বিক্রয় বা স্বীকার করা দন্ডনীয় অপরাধ। তাই এ বিষয়ে আমাদের সবার সচেতন থাকতে হবে। পরে মোঃ তানসিল আহম্মেদকে নাবুঝে এটি শিকার ও ভবিষ্যতে এমন কাজ করবে না মর্মে মুচলেখা নেওয়া হয়।

আরও দেখুন

বড়াইগ্রামে মহিলা ফুটবল দলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,শহীদ সানাউল্লাহ নূর বাবু স্বৃতি মহিলা প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। …