রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

নলডাঙ্গায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গায় পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত প্রচারণার অংশ হিসেবে ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে। থানা চত্বরে বুধবার (২৭শে অক্টোবর) বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌন হয়রানি, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা, বাল্যবিয়ে, জমি নিয়ে বিরোধ, চাঁদাবাজিসহ সমাজের নানা প্রতিবন্ধকতা প্রতিরোধে আলোচনা করেন বক্তারা। পাশাপাশি জনবান্ধবমূলক পুলিশিং সেবা ও কমিউনিটি পুলিশিংয়ের সুফলসহ সব ধরনের সেবা দ্রুত জনগণের দ্বারপ্রান্তে পৌঁছানোর বিষয়ে আলোচনা করেন পুলিশ কর্মকর্তারা।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ( নাটোর সার্কেল) মহসীন আলী। অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আলী সকল প্রকার সমস্যা সমাধানের জন্য আশ্বাস প্রদান করেন। এবং এ বিষয়ে সকলের সহযোগিতা আশা করেন তিনি। 

বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …