নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় প্রত্যন্তগ্রামে শীতার্ত এতিম শিক্ষার্থীদের হাতে স্বেচ্ছাসেবী সংগঠন অনুপ্রেরণা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) রাতে মাধনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মুনজুর রহমান মৃধার সভাপতিত্বে মাধনগর ইছাতুল্লাহ হাফেজিয়া মাদ্রাসার এতিম শিশুদের হাতে শীতবস্ত্রগুলো তুলে দেন ফাউন্ডেশনের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার সুপার হাফেজ মুফতি আবু তালহা, মাদ্রাসার সাধারণ সম্পাদক খাত্তাব প্রামানিক, স্থানীয় ব্যবসায়ী আলাল হোসেন, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর দপ্তর সম্পাদক ও অনুপ্রেরণা ফাউন্ডেশনের সহ-সভাপতি ফজলে রাব্বী, সাধারণ সম্পাদক রাজা হোসেন, সাংগঠনিক সম্পাদক তুহিন আহস্মেদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রনি ইসলামসহ প্রমূখ।
এর আগে বিকালে পার্শ্ববর্তী আবদানপুর নূরানী হাফেজিয়া মাদ্রাসার শিশুদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করেন সংস্থাটির নেতৃবৃন্দ।
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …