শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / নলডাঙ্গায় এক কৃষকের ফসল কেটে নষ্টের অভিযোগ

নলডাঙ্গায় এক কৃষকের ফসল কেটে নষ্টের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক: নলডাঙ্গা (নাটোর)
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নাটোরের নলডাঙ্গায় আজিম উদ্দিন নামের এক কৃষকের বপন করা ৪০শতক জমির পাট কেটে নষ্টের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ মজি,হাসিবুলসহ ৫ জনের বিরুদ্ধে।উপজেলার চোর বাঙ্গালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ভুক্তভোগি কৃষকের স্ত্রী ছবি বেগম বিচার চেয়ে নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছে।
নলডাঙ্গা থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,নলডাঙ্গা উপজেলার চোর বাঙ্গালপাড়া গ্রামের ৪৬ নং বাসুদেবপুর মৌজা আরএস ৭৪ নং খতিয়ানভুক্ত আর এস ১৬৫ নং দাগের জমি পৈতিক সূত্রে পাওয়া ৪০ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিল কৃষক আজিম উদ্দিন।এ জমি নিজেদের দাবী করে দলখের হুমকি দিয়ে আসছিল প্রতিপক্ষ মজি ও তার স্বজনরা।এ জমি নিয়ে বিরোধের জের ধরে গত ২১ জুলাই বেলা ১১ টার দিকে প্রতিপক্ষরা জমিতে বপন করা পাট কেটে নষ্ট করে,বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেয়। ভুক্তভোগি কৃষক আজিম উদ্দিন বলেন,আমি এই জমি পৈতিক সূত্রে পেয়ে দীর্ঘদিনযাবত ভোগদখল করে আসছি। বেশকিছুদিন ধরে আমি বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষ মজি ও তার ছেলেরা আমার বপন করা পাট কেটে নষ্ট করে এবং প্রাণনাশের হুমকি দেয়।এতে আমার ১ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।আমি এর বিচার চাই।এ বিষয়ে প্রতিপক্ষ হাসিবুলের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা তার ফোন বন্ধ পাওয়া যায়।নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনোরুজ্জামান বলেন,এ বিষয়ে মামলা হয়েছে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …