শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নলডাঙ্গায় একই দিনে মাদকসহ দুই ব্যক্তিকে আটকের পর আদালতে প্রেরণ

নলডাঙ্গায় একই দিনে মাদকসহ দুই ব্যক্তিকে আটকের পর আদালতে প্রেরণ


নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে একই দিনে মাদকসহ দুজনকে আটকের পর আদালতে প্রেরণ করা হয়। রবিবার (১২সেপ্টেম্বর) সকালে নলডাঙ্গা পৌরসভার কুটুরীপাড়া গ্রাম থেকে সেন্টু (৩০) কে হেরোইনসহ আটক করে পুলিশ। আটককৃত ব্যক্তির ওই গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে।

অপরদিকে একই দিনে উপজেলার মোমিনপুর সরদারপাড়া থেকে ১০ লিটার ৫০০ গ্রাম চোলাই মদসহ শ্রী যোগেশ সরদার (৪৫) কে আটক করে পুলিশ। আটককৃত ব্যক্তি ঐগ্রামের মৃত বাল্লোক সরদারের ছেলে। পরে উভয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।

এ তথ্য নিশ্চিত করে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম নারদ বার্তাকে জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কার্যকর করতে নলডাঙ্গা থানার এ অভিযান। মাদক যুবসমাজ তথা পরিবার সমাজ ও দেশকে ধ্বংস করে দেয়। মাদকের কারণে অনেকে চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়। তাই এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আরও দেখুন

নাটোরে সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাসদের মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, নাটোরে সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাসদের মানববন্ধন এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। …