রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় উপ-নির্বাচনে বিজয়ী হলেন যারা

নলডাঙ্গায় উপ-নির্বাচনে বিজয়ী হলেন যারা

নিজস্ব প্রতিবেদক,নলডাঙ্গা

নাটোরের নলডাঙ্গা উপজেলার তিন ইউনিয়নের তিনটি ওয়ার্ডে উপ-নির্বাচনে খাজরায় আব্দুর রহমান,পিপরুলে ইমান আলী ও ব্রহ্মপুরে আফজাল হোসেন বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।বৃস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পযর্ন্ত ভোট গ্রহণ শেষে বেসরকারি ফলাফলে রিটানিং কর্মকর্তা শাহ আবুল কামাল আজাদ এদের তিনজন কে বিজয়ী ঘোষণা করেন। নির্বাচন অফিস সূত্রে জানা যায়,উপজেলার খাজুরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মোরগ প্রর্তীক নিয়ে ২৩০ ভোট পেয়ে আব্দুর রহমান বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীক নিয়ে ২২০ ভোট পেয়েছেন।মোট ভোটার ছিল ৮৪৬ টি।এ ওয়ার্ডে ভোটের হার ছিল ৭৯.৭৯ শতাংশ।পিপরুল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে টিউবয়েল প্রতীকে ৭২৭ ভোট ইমান আলী বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকে হেমায়েত হোসেন ৬৩৪ ভোট পেয়েছেন।এ ওয়ার্ডে মোট ভোটার ছিল ২৯০৭ ভোট। ভোট পড়েছে ৬৬.৩২ শতাংশ।ব্রহ্মপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মোরগ প্রতীক নিয়ে ৬১৯ ভোট পেয়ে আফজাল হোসেন বিজয়ী হয়েছেন।তার নিটকতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকে ৫৩৯ ভোট পেয়েছেন।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *