নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গাঃ
নাটোরের নলডাঙ্গায় ইমাম-মুয়াজ্জিনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর-নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। রবিবার সকালে উপজেলার নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাড়ে সাতশ ইমাম মুয়াজ্জিন এবং খাদেমদের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেন তিনি।
করোনাভাইরাস ও দুর্যোগ মোকাবেলায় তাঁর নির্বাচনী এলাকার অন্তর্গত নলডাঙ্গা উপজেলার প্রতিটি মসজিদের খতিব, ইমাম, মোয়াজ্জিন ও খাদেমগণের মাঝে নিজ অর্থায়নে পবিত্র ঈদ-উল-ফিতর’কে সামনে রেখে “খাদ্যসামগ্রী (আতপ চাউল, দেশী চাউল, ডাল, তেল, আলু, চিনি, লাচ্ছা, সেমাই, নুডুলস্ ও বিস্কুট) উপহার” এবং পরবর্তীতে আরও পঞ্চাশ জন খতিব, ইমাম, মোয়াজ্জিন ও খাদেমগণের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জজ কোর্টের পিপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি প্রমুখ।
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নলডাঙ্গায় ইমাম-মুয়াজ্জিনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি শিমুল
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …