নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ৫ ইউপি সদস্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলীর বিরুদ্ধে এ অভিযোগ আনেন। এবিষয়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে একটি অভিযোগপত্র দাখিল করেন ইউপি সদস্যরা।
অভিযোগ পত্রে সংরক্ষিত ইউপি সদস্য নাসিমা বেগম (৪,৫,৬)বলেন, ইউপি চেয়ারম্যান আমার নিকট হতে এলজিএসপির কালভার্টের কাজের বিপরীতে ৩০ হাজার টাকা ঘুষ গ্রহন করেন। এছাড়া চেয়ারম্যান আমাকে বরাদ্দকৃত ১লক্ষ ৫০হাজার বিপরীতে ১লক্ষ ২৬ হাজার ৭৪০ টাকার চেক প্রদান করেন। ফলে আমি ক্ষতিগ্রস্থ হই।
অপর এক সংরক্ষিত মহিলা ইউপি সদস্য (৭,৮,৯) হালিমা বেগম বলেন, টিআর প্রকল্পের ৫০ হাজার টাকার বিপরীতে চেয়ারম্যান আমার নিকট হতে ১০ হাজার টাকা ঘুষ দাবি করলে তা না দেওয়ায় পরবর্তী এলজিএসপির একটি কাজ টাকার বিনিময়ে অন্যকে দিয়ে দেয়।
এছাড়া আরেক ইউপি সদস্য মারুফ মন্ডল জানান, একটি মাদ্রাসা সংস্কারের নামে ৬০ হাজার টাকার বিপরীতে ১০ হাজার টাকা ঘুষ দাবি করলে তা দিতে অস্বীকার করলে পরবর্তিতে আর কোনো কাজ দেয়না চেয়ারম্যান।
তবে অসমর্থিত সূত্রে জানা গেছে, উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটি চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো তদন্ত করে জেলা প্রশাসক বরাবর প্রেরণ করবেন।
এ সকল অভিযোগের বিষয়ে চেয়ারম্যান শাজাহান আলীকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, তিনি এসব বিষয়ে কোন মন্তব্য করবেন না। তিনি তার জবাব জেলা প্রশাসক এবং তদন্ত কমিটিকে প্রদান করবেন।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …