রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় আমরাই পারি বন্যপ্রাণী বাঁচাতে শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

নলডাঙ্গায় আমরাই পারি বন্যপ্রাণী বাঁচাতে শীর্ষক আলোচনা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
আমরাই পারি বন্যপ্রাণী বাঁচাতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গায় পরিযায়ী পাখি ও বন্যপ্রাণী বিষয়ক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৭ সেপ্টেম্বর)বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষন ফেডারেশন(বিবিসিএফ) ও পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলার সহযোগিতায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকা আয়োজিত জনসচেতনতা মূলক সভায় সবুজ বাংলা’র সহ-সভাপতি রবিউল ইসলামের সঞ্চালনায় ও নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন অর-রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রাহাত হোসেন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর সামাজিক বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যেন্দ্রনাথ সরকার, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফকরুদ্দীন ফুটু, সাংবাদিক রানা আহম্মেদ, শতক আরিফ, রাশেদ আলম, বিবিসিএফ এর দপ্তর সম্পাদক ও সবুজ বাংলা’র সাধারণ সম্পাদক ফজলে রাব্বীসহ প্রমূখ।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …