রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / কৃষি / নলডাঙ্গায় আউশ ধানের বীজ বিতরণ

নলডাঙ্গায় আউশ ধানের বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আউশ ধান চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে চলতি মৌসুমে উপজেলার ৫ শ’ কৃষকদের মাঝে বিনামূল্যে খরিপ-১, ২০২০-২০২১ মৌসুমে উপশী আউশ জাতের উন্নত মানের বীজ বিতরন করা হয়েছে।

১৩ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা চত্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, উপজেলা কৃষি কর্মকর্তা ফৌজিয়া ফেরদৌস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কিশোয়ার হোসেন, জেলা পরিষদ সদস্য রঈস উদ্দিন রুবেল, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু, পৌর আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর শরিফুল ইসলাম পিয়াস, কাউন্সিলর মাহমুদুল হাসান ফকির মুক্তা প্রমূখ। প্রত্যেক কৃষককের মাঝে ৫ কেজি আউশ ধান বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …