শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় অবৈধ স্রোতিজাল উচ্ছেদ ও জরিমানা অভিযান

নলডাঙ্গায় অবৈধ স্রোতিজাল উচ্ছেদ ও জরিমানা অভিযান

বিশেষ প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গার হলুদঘর থেকে অবৈধ সুঁতিজাল উচ্ছেদ করেছে, নলডাঙ্গা উপজেলা প্রশাসন। পানি প্রবাহ বন্ধ করে এলাকার প্রভাবশালীরা মাছ ধরে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে ২০ অক্টোবর মঙ্গলবার বিকালে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। স্রোতিজাল অপসারণ করে, মাছ উদ্ধার, স্রোতিজালে ব্যবহৃত সামগ্রী পুড়িয়ে দেওয়া হয় এবং হলুদঘর এলাকার শিফির উদ্দিনের ছেলে-সাইফুল ইসলামকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা নজরুল ইসলাম। ইউএনও আবদুল্লাহ আল মামুন জানান, পানির স্রোতে বাঁধাগ্রস্থ করে মাছ শিকার করছিলো তারা। অভিযোগের ভিত্তিতে সুঁতিজালের বাঁধ অপসারণ করা হয়। স্রোতে বাঁধাগ্রস্থ করে কোন অবৈধ সুঁতিজাল দিয়ে মাছ শিকার করা যাবে না। উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। পরে উদ্ধারকৃত মাছ এতিমখানায় প্রদান করা হয়।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …