শুক্রবার , মার্চ ২৯ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নলডাঙ্গায় অবৈধ সোঁতি জাল অপসারণ

নলডাঙ্গায় অবৈধ সোঁতি জাল অপসারণ

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা: নলডাঙ্গায় অবৈধ সোঁতি জাল অপসারণ করলেন ভ্রাম্যমাণ আদালত।  বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে উপজেলার ছাতারভাগের শেখ পাড়া খালে এই অভিযান পরিচালনা করা হয়েছে।  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি জানান উপজেলার শেখপাড়া বি‌লের মধ্যে দিয়ে বয়ে যাওয়া খালে অবৈধ সোঁতি জাল পেতে মাছ ধরা সহ জীব বৈচিত্র ধ্বংস করা হচ্ছে।  সেখানে গিয়ে পৌঁছানোর পূর্বেই অবৈধ মৎস্য শিকারীরা পালিয়ে যায়। পরে ভ্রাম্যমান আদালত মৎস রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ২৫ হাজার টাকা মূল্যমানের কারেন্ট জাল, বেড় জাল  আটক করা হয়।  উক্ত কারেন্ট জাল  ও বেড় জাল বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় জনসম্মুখে ধ্বংস করার আদেশ প্রদান করেন । প‌রে জাল আগুন দি‌য়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি। জানান যে, অবৈধ মৎস্য শিকা‌রের বিরু‌দ্ধে অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং এ বিষ‌য়ে কোন রকম ছাড় দেওয়া হ‌বেনা। উক্ত অভিযা‌নে সহায়তা ক‌রেন উপ‌জেলা মৎস্য অফিস।

আরও দেখুন

নাটোরের নলডাঙ্গায় স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা, ৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় মোঃ হিমেল হোসেন (১৫) নামে এক স্কুল ছাত্রকে বাড়ি থেকে ডেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *