সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের নলডাঙ্গায় চেঁউখালি গ্রামে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আব্দুল জলিল নামে কৃষকের বাড়ি। আগুনে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। আব্দুল জলিল চেঁউখালি গ্রামের মেহের ফকিরের ছেলে। বুধবার (১ মে) দুপুরে রান্না করার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে নলডাঙ্গা ফায়ারসার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়। আগুনে বাড়িতে রাখা ফসলসহ ১ টি গরু পুড়ে ছাই হয়ে গেছে এবং আরও ১টি গরু পুড়ে ঝলসে গেছে। কৃষক আব্দুল জলিল জানান , ঘরে রাখা পেঁয়াজের বীজ ছাড়া কোনকিছু বের করা সম্ভব হয়নি।

আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান আকরামুল হক ও নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোনোয়ারুজ্জামান।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …