সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / নলডাঙ্গাতে ভূমি অফিস থেকে কম্পিউটার মনিটর চুরি

নলডাঙ্গাতে ভূমি অফিস থেকে কম্পিউটার মনিটর চুরি

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নলডাঙ্গায় অবস্থিত ব্রহ্মপুর ইউনিয়ন ভূমি অফিস থেকে কম্পিউটার মনিটর চুরি হয়েছে গতরাতে। সকালে অফিস খোলার পরে বিষয়টি জানাজানি হয়। পরবর্তীতে নলডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) তাছমিনা খাতুন ঘটনা স্থল পরিদর্শন করেন।

ইউনিয়ন ভূমি উপ সহকারী (নায়েব) মঈন উদ্দিন জানান, আজ সকালে অফিসে এসে দেখে জানালার শিক ভেঙ্গে ভিতরে ঢুকে কে বা কারা একাজ করেছে। এবিষয়ে নলডাঙ্গা থানা অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

সহকারী কমিশনার (ভূমি) তাছমিনা খাতুন জানান, বিষয়টি জেনে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …