বিশেষ প্রতিবেদক:
আগামী ২২ অক্টোবর সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে নলডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সকল পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দকে নিয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
নলডাঙ্গা উপজেলায় ৪৯টি মন্ডপে দুর্গাপূজা হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী মন্ডপে যারা আসবেন তাদেরকে অবশ্যই মাস্ক পরতে হবে। মাইক বা সাউন্ডবক্স, আলোক সজ্জা ছাড়াই শুধুমাত্র মন্ডপে পূজার আনুষ্ঠানিকতা সারতে হবে। পূজা মন্ডপগুলোতে কোন ধরনের দুষ্কৃতিকারী চক্র অপকর্ম সংঘটিত করতে না পারে এজন্য সরকার প্রতিটি মন্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা নিরাপত্তা জোরদারের পাশাপাশি প্রত্যেকটি মন্ডপে পূজা কমিটিকে স্বেচ্ছাসেবক টিম নিয়োগ করতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।
এখন থেকে প্রতিটি মন্ডপের প্রতিমার নিরাপত্তার জন্য পুলিশের একাধিক টিম মাঠে থাকবে বলে সভাতে জানান নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এছাড়া প্রতিটি মন্দির কমিটিকে ৫০০ কেজি করে চাল দেয়া হবে সরকারের পক্ষ থেকে।
সকলকে শারদীয় দুর্গা পূজার অগ্রীম শুভেচ্ছা জানিয়ে সৌহার্দপূর্ণ পরিবেশে উৎসব পালনের জন্য আহ্বান জানান ইউএনও।