বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নলডাঙ্গাতে এলাকাবাসীর উদ্যেগে বহিরাগত প্রবেশ নিষেধ

নলডাঙ্গাতে এলাকাবাসীর উদ্যেগে বহিরাগত প্রবেশ নিষেধ

নলডাঙ্গা প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গাতে পাবনা পাড়া ও মাষ্টার পাড়াতে বহিরাগত প্রবেশ নিষেধ করেছে এলাকাবাসী। শনিবার সকালে এলাকাবসীর উদ্যেগে নলডাঙ্গার এই দুটি পাড়াতে প্রবেশের সবগুলো রাস্তা বাঁশ দিয়ে বন্ধ করে দেয়া হয়।

উল্লেখ্য, গতকাল শুক্রবার পাবনা পাড়াতে গাইবান্ধা নিজ বাড়িতে ফিরে আসা এক শিক্ষিকার বাড়ি লকডাউন ঘোষণা করে প্রশাসন। শুক্রবার ভোরে গাইবান্ধায় কর্মরত মাহফুজা খানম নামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তার নিজ বাড়ি নলডাঙ্গা উপজেলার পাবনাপাড়ায় নিজ বাড়ি আসেন।

খবর পেয়ে শুক্রবার দুপুরে নলডাঙ্গা থানার পুলিশ ওই শিক্ষিকার বাড়িতে লাল পতাকা ঝুলিয়ে ১৪ দিনের লক ডাউন করেন। ওই শিক্ষিকা গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার বানারীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

গাইবান্ধায় করোনা রোগী শনাক্ত হওয়ায় এবং ওই শিক্ষিকা গাইবান্ধা থেকে বাড়ি ফেরার খবর ছরিয়ে পড়লে এলাকায় আতংক দেখা দেয়।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …