সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই শুরু

নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই শুরু

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
১২ হাজার ৪শ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষমাত্রা নিয়ে শুক্রবার বিকেলে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলে ২০২১-২০২২ আখ মাড়াই মৌসুমের শুরু হয়েছে। মিলের সুগার কেইন কেরিয়ারে আখ নিক্ষেপের মধ্য দিয়ে আখ মাড়াইয়ের উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এর আগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) আরিফুর রহমান অপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সচিব চৌধুরী রুহুল আমিন কায়সার, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ন কবীর, আখচাষী নেতা আনছার আলী দুলাল, সুকুমার সরকার প্রমূখ।

মিল সূত্রে জানা যায়, ২০২১-২০২২ আখমাড়াই মৌসুমে ৬৮ কার্যদিবসে ১ লাখ ৩ হাজার মেট্রিক টন আখমাড়াই করে ১২ হাজার ৪শ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে শতকরা ৭ ভাগ।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …