নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,নাটোর লালপুরের গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের কারখানায় বিকট শব্দে টারবাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷ ফলে আখ মাড়াই ও চিনি উৎপাদন বন্ধ রয়েছে। এঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। শনিবার রাত ২টা ১৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে বলে জানা গেছে । এর আগে শুক্রবার যান্ত্রিক ত্রুটির কারণে বেলে ১১টা থেকে শনিবার রাত ১ টা পর্যন্ত আখ মাড়াই ও চিনি উৎপাদন বন্ধ ছিল বলে জানা গেছে। এতে আখ ক্রয় কেন্দ্র গুলি সহ মিল গেটে আখ সরবরাহ বন্ধ আছে। এতে আখ বোঝায় মহিষের গাড়োয়ান সহ পরিবহন চালকরা সহ চাষীরা বিপাকে পড়েছেন। এদিকে বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোঃ মাহমুদুল হক ও প্রধান রসায়নবিদ আনিসুল আজম সহ একটি দল রাতেই ঘটনাস্থলে পৌঁছে। এবিষয়ে নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থপনা পরিচালক কৃষিবিদ খবির উদ্দিন মোল্যা বলেন, কারখানায় টারবাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে । সেটি মেরামতের কাজ চলছে। আপতত বিকল্প উপায়ে সন্ধ্যা নাগাদ আখ মাড়াই শুরু করার চেষ্টা করা হচ্ছে।
