শনিবার , এপ্রিল ২৬ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদেরের ন্যাক্কারজনক বিদায়

নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদেরের ন্যাক্কারজনক বিদায়

নিজস্ব প্রতিবেদক, লালপুর:

অবশেষে বহুল আলোচিত একাধিক জাতীয় ও আঞ্চলিক পত্রিকার শিরোনামের সেই নাটোরের লালপুর উপজেলার ঐতিহ্যবাহী গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদেরের ন্যাক্কারজনক বিদায় দিয়ে নবাগত ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবিরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছেন ন.বে.সু.মি কর্তৃপক্ষ। উল্লেখ্য, বিতর্কিত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের সরকারের কোটি কোটি টাকা লোকসানের বোঝা মিলের মাথায় চাপিয়ে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অশ্রুসজল হৃদয়ে বিদায় নিলেন। এদিকে নতুন ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবিরের যোগদানে মিল পরিবারের সকল সদস্য, শ্রমিক ইউনিয়ন ও লালপুরের আখচাষী কৃষকরা আকাশ ভরা তারার মেলায় বুকে নতুন স্বপ্ন নিয়ে হেটে চলেছেন।

মঙ্গলবার (০৯ জুন) নবেসুমি হাই স্কুল, নবেসুমি লিঃ এর কৃষি বিভাগ ও খামার বিভাগের পৃথক পৃথক উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবেসুমি হাই স্কুলের প্রধান শিক্ষক গাওছুল আজম, নবেসুমি লিঃ এর জিএম (খামার) আনিস উজ্জামান, উপমহাব্যবস্থাপক (সম্প্রসারণ) মঞ্জুরুল হক, শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম কাওছার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, আশরাফুল আলম, কৌশিক আহম্মেদ, জিয়াউল হক, নাহিদুজ্জামান, আব্দুল বাতেন আওয়ামীলীগ নেতা কুদরত ই খুদা পনির, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইউসুফ হোসাইন, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন, সহ শ্রমিক ইউনিয়নের সকল সম্পাদক মন্ডলী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সকল কার্যক্রম শেষে নবেসুমি লিঃ এর মুজিব চত্বর নির্মাণের ভরাট কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

আরও দেখুন

নন্দীগ্রামের রাস্তায় তেল-মবিল ছাড়াই চলছে পরিবেশ বান্ধব মিনিবাস

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,তেল-মবিল ছাড়াই বগুড়ার নন্দীগ্রামের রাস্তায় চলছে ব্যটারিচালিত পরিবেশ বান্ধব ছোট আকারের মিনিবাস। …