নিজস্ব প্রতিবেদক:
জেলায় করোনা ভাইরাস পরীক্ষার জন্যে নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৬৩৮ জনের। কিন্তু রেজাল্ট এসেছে ৯৭২ জনের পজিটিভ এবং নেগেটিভ এসেছে ৮৮৮৫ জনের! এর মধ্যে মারা গেছেন ৯জন। নমুনা পেন্ডিং আছে ৫৪৭ জনের। নমুনা নষ্ট হয়েছে ১৭২ জনের।
তাহলে সংগ্রহের চেয়ে ফলাফল পাওয় গেছে বেশি। অথবা নমুনা সংগ্রহ হয়েছে সাড়ে দশ হাজারেরও কিছু বেশি। বৃহস্পতিবার বিকেল পৌনে তিনটায় সিভিল সার্জন অফিস সূত্রে প্রাপ্ত এক বার্তায় এমনটি দেখা গেছে। এতে তথ্য প্রাপকরা বিস্ময় প্রকাশ করেছেন। তাহলে সঠিক কোনটি? সংগ্রহ সঠিক না ফলাফল সঠিক?
যদিও সিভিল সার্জন ডা: কাজী মিজানুর রহমান নারদবার্তাকে জানান, হয়তো এটি কম্পোজ করতে ভুল হয়ে থাকতে পারে। তারপরেও আমি পর্যালোচনা করে দেখছি।